চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে সিএনজিচালিত অটোরিকশা চালকের মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ।
আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলক্রসিং এলাকায় শিক্ষার্থীটিকে মারধরের এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত হোসেনের মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় কথা-কাটাকাটির এক পর্যায়ে সিএনজিচালক আরাফাতকে মারধর করেন।
এর প্রতিবাদে বিকেল ৫টার দিকে চবি’র মূল ফটকে তালা দেন ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসি’র অনুসারীরা। এ সময় রেলক্রসিং এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ছাত্রলীগ কর্মীরা।
পরে রেলক্রসিংয়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রকে মারধর ও এক ছাত্রের মোটরসাইকেল ভাঙচুর করে সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
এ ঘটনায় সন্ধ্যার পর ছাত্রলীগের আরও কয়েকটি গ্রুপের অনুসারীরা মূল ফটকে জড়ো হয়ে আন্দোলনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। সিএনজিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলব। বিষয়টি সমাধানে চেষ্টা করছি আমরা।”