ভারতের বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
৩৬৮ রানের লক্ষ্যে জ্যাম্পার লেগ স্পিনে ২৭ বল বাকি থাকতেই ৩০৫ রানে গুটিয়ে যায় বাবর আজমের দল।
দুই পরাজয়ে যাত্রা শুরুর পর টানা দুই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। পাকিস্তান দুই জয়ের পর হারল টানা দুই ম্যাচ।
বিধ্বংসী ব্যাটিংয়ে ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ১২১ রান। দু’জনের উদ্বোধনী জুটির সংগ্রহ ২৫৯ রান।
বিস্ফোরক ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দেন এই জুটি। বড় লক্ষ্যে ভড়কে না গিয়ে পাকিস্তান সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও শেষ দিকে দারুণ বোলিংয়ে দলকে জয়ের ধারায় রাখলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা।
বল হাতে ৫৩ রানে ৪ উইকেট নেন জ্যাম্পা। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচেও ৪টি শিকার ধরেন ৩১ বছর বয়সী এই লেগ স্পিনার।