বাঁশখালীতে গন্ধগোকুল আটক, ইকোপার্কে অবমুক্ত

| শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:৫৬ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকা থেকে স্থানীয়রা একটি গন্ধগোকুল আটক করার পর বাঁশখালী উপজেলা প্রশাসন ও বনবিভাগের সহযোগিতায় সেটাকে আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে বাঁশখালী পৌরসভার ১নং ওয়ার্ডের ভাদালিয়া এলাকা থেকে একটি গন্ধগোকুলকে ধরা হয়। পরে সেই খবর পেয়ে গন্ধগোকুলটিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও বনবিভাগের লোকজন উদ্ধার করে নিয়ে আসে আটককৃতদের কাছ থেকে।

পরে আজ শনিবার দুপুরে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

বাঁশখালী ইকোপার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল নামে প্রাণীটি রাতে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকার লোকালয়ে দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন যুবকের হাতে ধরা পড়ে ওই প্রাণীটি।”

পরে তারা একটি খাঁচায় গন্ধগোকুলটিকে বন্দী করে রাখে। এ খবর পেয়ে সেটি উদ্ধার করে আজ শনিবার বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসময় আছে ক্ষমতা ছেড়ে দিন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে যৌন নিপীড়ন মামলার আসামীসহ গ্রেফতার ৪