সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ষষ্ঠবারের মতো ট্রফি জিতে নিল শ্রীলঙ্কা।
৫ উইকেটে ৫৮ রানের নড়বড়ে অবস্থান থেকে রাজাপাকসের দৃঢ়তায় ৬ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে শ্রীলঙ্কা। আর পাকিস্তান থমকে যায় ১৪৭ রানে।
৪৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন রাজপাকসে।
২১ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসের পর বল হাতে ৩ উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা।
শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপে পাকিস্তানের তৃতীয় শিরোপার অপেক্ষা আরও বেড়ে গেল। সবশেষ তারা শিরোপা জিতেছিল ২০১২ সালের আসরে ৫০ ওভারের সংস্করণে বাংলাদেশকে ২ রানে হারিয়ে।