বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের মাতৃগর্ভে প্রতিসন্ধি লাভ, রাজপ্রাসাদ, রাজত্ব ও স্ত্রী-পুত্রের মায়া ত্যাগ করে দুঃখ থেকে মুক্তির পথ অন্বেষণে গৃহত্যাগ ও বুদ্ধত্ব লাভের পর পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশে প্রথম ধর্মের বাণী প্রচারের জন্য গুরুত্বপূর্ণ এ পূর্ণিমা।
এই আষাঢ়ী পূর্ণিমার পরবর্তী তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এই তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা ধর্ম, বিনয় অধ্যয়ন ও ধ্যান চর্চা করে থাকেন। বর্ষাবাস শেষ হওয়ার পর প্রবারণা পূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।
আষাঢ়ী পূর্ণিমায় মোমবাতি প্রজ্বলন করার ছবিটি তোলা হয়েছে নগরীর নন্দনকাননে অবস্থিত চট্টগ্রাম বৌদ্ধ বিহার থেকে।