১১ ঘণ্টার এক সংক্ষিপ্ত সফরে আজ সোমবার (৩ জুলাই) ঢাকা এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
সংক্ষিপ্ত এই সফরে তিনি এ দেশের আর্জেন্টাইন সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না কারণ তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে। এ কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের।
তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।
মার্তিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি।
সেই কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
মার্তিনেজকে বাংলাদেশের সমর্থকরা বাজপাখি বলে ডাকেন। সেই ‘বাজপাখি’ উপহার দেওয়া হয়েছে তাকে।
আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, “মার্তিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে তিনি খুবই খুশি হয়েছেন।”
বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী।
তিনি বলপন, “মার্তিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছেন। তিনি নিজেও বেশ কয়েকবার এটি বলেছেন। বাজপাখির সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীকও দেওয়া হয়েছে। নদীমাতৃক দেশ নৌকাও দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্যকে। পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে।”
বাংলাদেশে আবারও আসতে চান মার্তিনেজ। আড্ডাচ্ছলে এ কথাই জুনাইদ আহমেদ পলককে বলেছেন তিনি।
আইসিটি প্রতিমন্ত্রী নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, “মার্তিনেজ বলেছেন, তিনি আবার বাংলাদেশ আসতে চান। একা নয়, এবার সঙ্গে পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই আসতে চান। ঢাকায় এসে খেলতে চান বাংলাদেশ দলের সঙ্গে।”












