প্রথমার্ধে আর্জেন্টিনা কিংবা পোল্যান্ড কেউ গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
তারপর আরেক গোল দিয়ে ব্যবধান বাড়ান হুলিয়ান আলভারেজ ৬৭তম মিনিটে।
অসংখ্য আক্রমণ করেও প্রথমার্ধে ভয়চেখ এসঝেসনির দেয়াল ভাঙতে পারেনি আর্জেন্টিনার তারকাসমৃদ্ধ আক্রমণভাগ। পেনাল্টি মিস করে সবচেয়ে বড় হতাশার জন্ম দেন অধিনায়ক নিজেই।
মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা কিন্তু মেসির শট ঠেকিয়ে দেন পোলিশ গোলরক্ষক।
লিওনেল মেসি পেনাল্টি মিস করায় হতাশায় পুড়ছিল আর্জেন্টিনা কিন্তু বিরতি থেকে ফিরেই গোলের দেখা পায় লিওনেল স্কালোনির দলটি।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে শেষ পর্যন্ত পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে আর্জেন্টিনা।