উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র, গুলি উদ্ধার

এপিবিএন-রোহিঙ্গা সন্ত্রাসী গোলাগুলি

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ জুন, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় এপিবিএন ও রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে ঘন্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার পর এ ঘটনা ঘটে।

এতে একটি আমেরিকান অটোমেটিক এসল্ট রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনো হতাহত ও আটকের খবর পাওয়া যায়নি।

৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন জানান, উখিয়ার বালুখালী-১৮ নম্বর ক্যাম্পে সন্ত্রাসীদের অবস্থানের খবরে তাদের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তারাও গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পাহাড়ের দিকে পিছু হটে।

তিনি জানান, পরে ক্যাম্পে তল্লাশি চালিয়ে একটি অটোমেটিক এসল্ট রাইফেল এবং ৪৯১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এখনো তাদের অভিযান চলছে।

অপরদিকে, একইদিন টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের নুরালীপাড়া সংলগ্ন পাহাড়বেষ্টিত গহীন অরণ্যে রোহিঙ্গা ডাকাত ও সন্ত্রাসীদের আস্তানার সন্ধানে ড্রোনের সাহায্যে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাহাড়ের গুহা থেকে ৪টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক হয়নি কেউ। এমনটি জানিয়েছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসপি তারিকুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধআর্ক মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে করোনার টিকাদান কর্মসূচি
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা স্থগিত