নিখোঁজের ৩‌ দিন পর আ‌নোয়ারা থে‌কে মাঝির মরদেহ উদ্ধার

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর পুঁইছ‌ড়ি এলাকা থে‌কে লবণবোঝাই বোট নি‌য়ে গত ১৯ মার্চ সকা‌লে চট্টগ্রাম যাওয়ার প‌থে ব‌ঙ্গোপসাগ‌রে হঠাৎ ঝ‌ড়ো হওয়ার কার‌ণে চট্টগ্রামের আনোয়ারার গ‌হিরায় হঠাৎ বোটটি সাগ‌রে উ‌ল্টে গে‌লে সেখা‌নে নি‌খোঁজ হন ছনুয়ার খুদুকখালী এলাকার নাগু মিয়ার ছেলে মাঝি নেছার উ‌দ্দিন (২৫)। ‌

আজ বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় তার লাশ পাওয়ার খবর নি‌শ্চিত করেন স্থানীয় জনগণ।

জানা যায়, ১৯ মার্চ সকা‌লে ব‌ঙ্গোপসাগ‌রে হঠাৎ ঝ‌ড়ো হওয়ার কার‌ণে লবণবাহী বোট ডুবে নিখোঁজ হন নেছার। এ সময় অপর বো‌টের
১৯ মাঝিমাল্লাকে স্থানীয়রা উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনগণ জানান, খারাপ আবহাওয়ার কারণে সাগরে বাতাস ও ঢেউ বেশি ছিল। এ সময় লবণবাহী ক‌য়েক‌টি বোট ডুবে যায়।

স্থানীয়রা নৌকা নিয়ে বোটের মাঝি-মাল্লাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসলেও নেছার বিগত তিন দিন নি‌খোঁজ ছিলেন।

পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের ইউপি সদস্য মো. কা‌সেম জানান, পুঁইছ‌ড়ি ২নং ওয়া‌র্ডের আবদুল গফু‌রের লব‌ণের বোটে ক‌রে চট্টগ্রা‌মে যাওয়ার প‌থে আ‌নোয়ারার গ‌হিরা উপকূলে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে লবণ সহ বোটটি উ‌ল্টে গি‌য়ে নি‌খোঁজ হন নেছার।‌

সে‌দিন থে‌কে অ‌নেক খোঁজাখুঁজির পর আজ বুধবার দুপু‌রে গ‌হিরা বাজা‌রের উপকূলে তার লাশ পাওয়া যায়।

প‌রে প‌রিবা‌রের‌ সদস্যরা নেছা‌রের লাশ এ‌নে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করে। নেছারের দুই বছর বয়সী একটি সন্তান র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় চোরের গুলিতে গুলিবিদ্ধ এক, ৫ গরু লুট
পরবর্তী নিবন্ধঢাকায় সোহাগকে ট্রেনের ধাক্কা