এয়ার এরাবিয়ার সিটে সোয়া কেজি স্বর্ণ

আজাদী অনলাইন | রবিবার , ১৬ এপ্রিল, ২০২৩ at ১০:৪৬ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়ার G9522 ফ্লাইটের তিনটি আসনের উপর পরিত্যক্ত অবস্থায় ১২টি স্বর্ণের বার পাওয়া গেছে।

রোববার (১৬ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আসা ফ্লাইটটিতে গোপন সংবাদের ভিত্তিতে রামেজিং করার সময় পরিত্যাক্ত অবস্থায় ১ কেজি ৩৯২ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো উদ্ধার করে কাস্টমস যার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধফেনীতে চুরি হওয়া ডাম্পার সাতকানিয়ায় উদ্ধার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ লাখ পিস ইয়াবা সহ গ্রেফতার ১