রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম কাঞ্চন মালা (৬০) বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে খুলশী থানাধীন টাইগারপাস ৪ নম্বর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাঞ্চন মালা খুলশী থানার টাইগারপাসের কুয়ারপাড় এলাকার ৬ নম্বর বিল্ডিংয়ের পাশে থাকেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “একটি গাড়ির ধাক্কায় ৬০ বছরের এক বৃদ্ধা গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দুপুর ১টার দিকে ওই ওয়ার্ডেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”












