‘স্বাধীনতার বিরোধীরা আমাদের প্রতিপক্ষ’

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সরওয়ার জামাল নিজামের

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, জীবন বাজি রেখে মৃত্যু ভয় উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছে। অথচ স্বাধীনতার বিরোধিতাকারী অপশক্তি পাকিস্তানের দোসর হিসেবে যাদের নাম বাঙালি জাতির ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, তারাই আজ নির্বাচনে আমাদের প্রতিপক্ষ। তাই দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সকলের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের জন্য সব ধরনের সুযোগসুবিধা দেওয়া হবে।

গতকাল শুক্রবার বিকেলে বারখাইন ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইযুব খান রফিকের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, নুরুল আমিন, আবুল হোসেন আবু, মো. নাছিম, বাদশা মিয়া, রুস্তম আলী, মো. আলম, মামুনুর রশীদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিএমডিএফের সঙ্গে ২শ কোটি টাকার প্রকল্প নিয়ে চসিকের আলোচনা
পরবর্তী নিবন্ধজেসিআই চট্টগ্রামের নতুন নেতৃত্বের হাতে দায়িত্বের চেইন হস্তান্তর