আজ আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আজ সকালে সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা হিসাবে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব। স্বাগত বক্তব্য দেবেন, আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বক্তব্য রাখবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন আইআইইউসির ট্রেজারার এবং সমাবর্তনের কোকনভেনার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইনসাফের বাংলাদেশ গঠন করতে হবে
পরবর্তী নিবন্ধসমপ্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই