প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে শিক্ষক–শিক্ষিকা, কর্মকর্তা–কর্মচারী ও তাদের পরিবারবর্গের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে ‘পিইউসি ফ্যামিলি ডে–২০২৬’। গত বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার হালদা ভ্যালি টি গার্ডেনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় ওয়াসা ক্যাম্পাস থেকে যাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা, নাশতা, চা–বিরতি, দর্শনীয় স্থান পরিদর্শন, খেলাধুলা, ইনহাউস সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে চা–বিরতির পর বিকাল ৫টায় প্রত্যাবর্তনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। সভাপতিত্ব করেন পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম, যিনি আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়কও ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, বিভাগের চেয়ারম্যান ও কো–অর্ডিনেটরবৃন্দ উপস্থিত ছিলেন। ড. জাহেদুল ইসলাম আয়োজন সফল করতে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কমিটির সদস্য এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












