সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. মো. শওকতুল মেহের, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা। প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনটাই হলো নিজেকে গড়ার সময়। শিক্ষার্থীদের প্রধান কাজ নিয়মিত অধ্যয়নের মাধ্যমে জ্ঞানকে সমৃদ্ধ করা। সময়ের সঠিক ব্যবহার ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে কারণ অর্জিত জ্ঞানই হবে আগামী দিনের চলার পথের পুঁজি। সাউদার্ন ইউনিভার্সিটি তোমাদের লক্ষ্য পূরণে সব ধরনের সহযোগিতা করে যাবে।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক কার্যক্রমের উপর পরামর্শমূলক আলোচনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনীম ইসলাম। নিজেদের বক্তব্যে প্রবীণরা জানান তাদের অভিজ্ঞতা ও অর্জনের কথা আর নবীন শিক্ষার্থীরা বলেন তাদের অনুভূতি। প্রেস বিজ্ঞপ্তি।












