প্রভাতী,ইয়াং ফুটবল একাডেমি জয়ী

পাইওনিয়র ফুটবল লিগ

| শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত ইস্পাহানি মহানগর পাইওনিয়র ফুটবল লিগের তৃতীয় দিনে গতকাল শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইন মাঠে দিনের প্রথম খেলায় প্রভাতী একাডেমি ৩০ গোলে পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আলী হাছান সামির ১টি এবং ফজলে রাব্বি রাফি ২টি গোল করেন। দিনের দ্বিতীয় খেলায় টাইব্রেকারে ইয়াং ফুটবল একাডেমি ৩০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে মোহরা ফুটবল একাডেমি ও ইয়াং ফুটবল একাডেমির খেলা ১১ গোলে ড্র ছিল।

আজকের খেলা: রাইজিং স্টার ফুটবল একাডেমি চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন(দুপুর ১.১৫টা), রামপুর ফুটবল একাডেমিবাংলাদেশ ফুটবল ক্লাব (বেলা৩টা)

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধজাতীয় স্কুল হকিতে চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল রানার্স আপ