লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক

ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:১৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরিদঘী ও সদর ইউনিয়নের উজিরভিটা এলাকায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া জাতীয় পরিচয়পত্র।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। তিনি জানান, আটকদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১৫ জন শিশু। আটকের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসায় তল্লাশি করা হয়েছে। এ সময় তার বাসা থেকে বেশকিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, একইদিন আটক রোহিঙ্গাদেরকে কঙবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যক্তির ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুর আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধএকাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই আবার নবরূপে ফিরে এসেছে : সালাহউদ্দিন