উইমেন’স টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সুপার সিক্সে স্কটল্যান্ডকে ৯০ রানে হারাল বাংলাদেশ। পরিষ্কার ফেভারিট হিসেবেই বাছাই শুরু করা নিগারের দল প্রত্যাশিতভাবেই ছয় ম্যাচে জিতল ছয়টিই। বিশ্বকাপে জায়গা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। কিন্তু অধিনায়কের ব্যাটে ছিল না রান। প্রথম পাঁচ ম্যাচে নিগার সুলতানার ব্যাট থেকে এসেছিল ৪৮ রান। অবশেষে রানে ফিরলেন অধিনায়ক, এক ম্যাচেই ছাড়িয়ে গেলেন আগের সব ম্যাচকে। দারুণ ফর্মে থাকা সোবহানা মোস্তারি উপহার দিলেন আরেকটি আগ্রাসী ইনিংস। এতে করে জয়ের ধারা ধরে রাখল বাংলাদেশ। নেপালের কীর্তিপুরে গতকাল শুক্রবার বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। এই সংস্করণে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর এটি। টি–টোয়েন্টিতে দশম ফিফটিতে নিগার অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৬ রান করে। আগের ম্যাচ ঝড়ো ফিফটি করা সোবহানা এবার ২৩ বলে করেন ৪৭। রান তাড়ায় স্কটিশ মেয়েরা পাত্তাই পায়নি। ২০ ওভার খেলে কোনোরকমে ১০১ রান করতে পারে তারা। আগের ম্যাচের মতোই ঠিক ২৫ রানে ৩ উইকেট শিকার করেন মারুফ আক্তার। টস জয়ী বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দিলারা আক্তার ও জুয়ায়রিয়া ফেরদৌস। ৮ ওভারে দুই ওপেনার যোগ করেন ৬৮ রান। দুজনের মধ্যে বেশি গতিময়তায় ছুটছিলেন যিনি, সেই দিলারাই আউট হন আগে। ২৮ বলে ৩৯ রানে ফেরেন তিনি। আগের ম্যাচে ফিফটি করা জুয়ায়রিয়া এবার থামেন ২২ বলে ২২ রান করে। তিনে নেমে শারমিন আক্তার শুরুটা ভালো করলেও রান আউট হয়ে যান ১০ বলে ১৫ করে। সেখান থেকে নিগার ও সোবহানার জুটি। চতুর্থ উইকেটে ৫২ বলে ১০০ রান যোগ করেন দুজন। টি–টোয়েন্টিতে চতুর্থ উইকেটে বাংলাদেশের প্রথম শতরানের জুটি এটি। ৭ চার ও ২ ছক্কায় ৪৭ করে শেষ ওভারে বিদায় নেন সোবহানা। ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ করে অপরাজিত থাকেন নিগার। দুজনের ঝড়ে শেষ চার ওভারে ৬৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় স্কটল্যান্ড ধুঁকতে থাকে শুরু থেকেই। আগের ম্যাচের মতোই ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেন মারুফা। এরপরও উইকেট পড়তে থাকে নিয়মিত। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা। পরে মেগান ম্যাককল কিছুটা লড়াই করে ২০ রান করেন, প্রিয়ানাজ করেন ১৪ রান। আটে নেমে পিপা স্প্রাউল ২৩ বলে অপরাজিত ২৭ রান করে দলকে তিন অঙ্ক পার করান। প্লেয়ার অব দা ম্যাচ হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশের শেষ ম্যাচ রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে। ডাচ মেয়েরাও বিশ্বকাপ নিশ্চিত করেছে আগেই।











