বাঁশখালীর ঋষিধামে আন্তর্জাতিক ঋষিকুম্ভ মেলায় পুণ্যার্থীর ঢল

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:১২ পূর্বাহ্ণ

বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীর ঋষিধামে কুম্ভমেলার ৮ম দিনে হাজার হাজার পুণ্যার্থীদের সমাগম ঘটেছে। কোথাও তিল পরিমাণ জায়গা নেই সাধু সন্ন্যাসীসহ ভক্ত অনুরাগীদের অংশগ্রহণে। এদিকে গতকাল শুক্রবার কুম্ভমেলার পরিদর্শনে আসেন ভারতীয় সহকারী হাইকমিশনার এম কে সিংসহ প্রশাসনের সংশ্লিষ্টরা। এসময় কুম্ভমেলার সার্বিক বিষয় উপস্থাপন করেন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ, স্বামী শুভানন্দ পুরী মহারাজ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ পালিত, কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, তাপস কুমার নন্দী প্রমুখ। কুম্ভমেলার ৮ম দিনে ছিল ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ, সপ্তশতী তুলসীদান, বিশ্বকল্যাণে পঞ্চাঙ্গস্বস্তায়ন, শান্তি হোম ও অঞ্জলি প্রদান, অন্নকুট উৎসব, গুরু মহারাজের ভোগরাগ ও সমবেত প্রার্থনা।

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার ৮ম দিনে গতকাল শুক্রবার সকাল থেকে দেশবিদেশের বিভিন্ন মঠ মন্দিরে সাধু সন্ন্যাসীভক্তঅনুরাগীরা অংশগ্রহণ করে। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলীসহ অন্য প্রার্থীরা মেলায় গিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। মেলার সকল ধরনের কাজে সহযোগিতা ও কুম্ভমেলার সফলতা কামনা করেন।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম ও থানা পুলিশের নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কুম্ভমেলায় ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি দেবাশীষ পালিত, ২২তম ঋষিকুম্ভ ও কুম্ভমেলার আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিক, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, বিমল কান্তি দেব, ভূপাল গুহ, রাজীব সিংহ, অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস, প্রদীপ কান্তি গুহ, ঝুন্টু কুমার দাশ, দোলন দাশ প্রমুখ সার্বিক ব্যবস্থাপনা ও তদারকি করে যাচ্ছেন।

উল্লেখ্য, দেশের একমাত্র ঋষিকুম্ভ ও কুম্ভমেলা ১৯৫৭ সাল থেকে প্রতি ৩ বছর অন্তর শুরু হয়ে এবার ২২তম আর্ন্তজাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা গত ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১দিনব্যাপী নানা ধর্মীয় কার্যাদির মাধ্যমে উদযাপন হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধএবার স্কটল্যান্ডকেও উড়িয়ে দিল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিভাসুর আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার