চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির ২০২৪ ব্যাচের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী সমাপনী চিত্র প্রদর্শনী ও বিক্রয় উৎসব ২০২৬। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় একাডেমির শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারিতে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক সৌমেন দাশ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা প্রশিক্ষক ও চিত্রশিল্পী সঞ্জিত রায়, সাইকা পারভীন, শাহানা ফেরদৌস ডালিয়া এবং ফারহা সুলতানা ছুটি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ফ্যান গ্রুপের এডমিন ও নাট্যকর্মী মো. ফোরকান রাসেল। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি অধ্যাপক সৌমেন দাশ বলেন, এই ধরনের প্রদর্শনীর মাধ্যমেই শিল্পীদের সৃজনশীল কাজের বহিঃপ্রকাশ ঘটে। তিনি চট্টগ্রামের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি শিল্পীদের এই শিল্পকর্মগুলো সংগ্রহ করার এবং সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ফোরকান রাসেল বলেন, চারুকলা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের যৌথ আয়োজন তাদের কাজের দক্ষতাকে পরিচিতি দান করে। প্রতি বছর শিক্ষার্থীরা গ্রুপবদ্ধ হয়ে এমন সৃজনশীল উৎসবের আয়োজন করবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রদর্শনী ও বিক্রয় উৎসবটি চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পানুরাগী ও দর্শনার্থীদের প্রদর্শনীটি ঘুরে দেখার জন্য আয়োজকদের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











