চট্টগ্রাম–৮আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ধানের শীষকে গণতন্ত্রের ও উন্নয়নের প্রতীক উল্লেখ করে বলেছেন, তারেক রহমান পলোগ্রাউন্ডের সমাবেশে চট্টগ্রামের উন্নয়নের পরিকল্পনা ঘোষণা করেছেন। ১২ ফেব্রুয়ারী নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি তা বাস্তবায়ন করবেন এবং চট্টগ্রামকে ঢেলে সাজাবেন। এরশাদ উল্লাহ বলেন, ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যেক রাজধানী ঘোষণা করেছিলেন। বিগত১৭ বছরে এর বাস্তব রূপ দেখা যায়নি। নির্বাচিত হলে তারেক রহমান সত্যিকারের বাণিজ্যিক রাজধানীর রূপ দেবেন। এতে ব্যবসা–বাণিজ্যের প্রসার হবে এবং ব্যবসায় প্রাণ ফিরে আসবে। চট্টগ্রামের বাণিজ্য নগরীর ঐতিহ্য পুনরুদ্ধার হবে। গতকাল বৃহস্পতিবার নগরীর দক্ষিণ চান্দগাঁও ৪৫নং সংগঠনিক ওয়ার্ডে পৃথক পথসভা ও গণসংযোগকালে তিনি একথা বলেন। এরশাদ উল্লাহ আমৃত্যু জনগণের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে এই এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও সিডিএ’র সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করবেন। এছাড়া রাস্তাঘাট, মসজিদ, মন্দিরের উন্নয়নসহ নতুন প্রজন্মকে খেলাধুলার দিকে মনোনিবেশ করতে একটি স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন। তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। ইপিজেড ও গার্মেন্টস শিল্প শহীদ জিয়ার অবদান। ১৯ দফার মাধ্যমে তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছিলেন। তাঁর সন্তান তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১দফা দিয়েছেন। তিনি সুনির্দিষ্ট প্ল্যানের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন। এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড, প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য কার্ড প্রদান করবেন। এরশাদ উল্লাহ দিনব্যাপী নগরীর ফরিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আকবর মুন্সি জামে মসজিদ সামনে, শহীদ পাড়া, হাজী কবির আহমদ সওদাগর বাড়ি, খাজা রোড চৌধুরী স্কুল, মনির আহমদ চৌধুরী বাড়ি, চুনার ঢাল, নুরুজ্জামান চৌধুরী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাক্কা দোকান, সানান ঘাটা, খালাসী পুকুর পাড়ে পথসভা ও গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির কাজী বেলাল উদ্দিন, নগর বিএনপির সদস্য শিহাব উদ্দিন আলম, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শওকত আলী, গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শাহজাদা ইব্রাহিম, মো. ইলিয়াছ, আজগরসহ ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












