কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতিসহ দুইজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার নাজেম উদ্দিনের পুত্র ও উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. মোক্তার এবং একই এলাকার শাহীন আলম। অভিযানে তাদের কাছ থেকে একটি মেটাল ব্যাটন ও চারটি কিরিচ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ঘিরে শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












