চান্দগাঁও মৌলভী বাজারে প্রবাল এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও মৌলভী বাজার এলাকায় প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়েছেন। নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজারগামী ট্রেনটির নিচে কাটা পড়েন ওই মহিলা। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেম।

গোমদন্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত এক মহিলা নিহত হয়েছেন। এই কারণে প্রবাল এক্সপ্রেস কিছুটা বিলম্বে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। ১টা ৪৪ মিনিটে ট্রেনটি গোমদন্ডী স্টেশন ত্যাগ করে। এদিকে প্রবাল এঙপ্রেসের কারণে কঙবাজার এঙপ্রেস কিছুটা বিলম্বে চট্টগ্রাম নগরীর উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিকেল ৩টায় কঙবাজার এঙপ্রেস গোমদন্ডী স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধ‘এই ট্রফি আপনাদের জন্য’
পরবর্তী নিবন্ধজামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এলডিপির এয়াকুব আলী