গলায় চাপাতি ধরে আত্মহত্যার হুমকি দিয়েও শেষ রক্ষা হলো না

১৮ মামলার সন্ত্রাসী চাপাতি ফারুক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:১৩ পূর্বাহ্ণ

পুলিশের অভিযান টের পেয়ে গলায় চাপাতি ধরে আত্মহত্যার হুমকি দিয়েছিল ১৮ মামলার কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাকারীর গডফাদার মো. ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে চাপাতি ফারুক (৩২); কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ বুঝিয়ে বলার কৌশলে তাকে নিরস্ত্র করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় গ্রেপ্তার করা হয় তার অপর সহযোগী মো. সজিবকেও (২৭)

গত বুধবার নগরের বাস্তুহারা কলোনিতে অভিযান চালিয়ে সিএমপির তালিকাভূক্ত এই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যাতে দেখা যায়, সন্ত্রাসী ফারুক গলায় চাপাতি ধরে আত্মহত্যার হুমকি দিচ্ছে– ‘আমি মরে যাব, আমি বাঁচব না’। পুলিশ বলছে, ‘ফারুক ভুল করতেছ কিন্তু। তুই এদিকে আয়।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, সন্ত্রাসী ফারুক গলায় চাপাতি ঠেকিয়ে আত্মহত্যার ভয় দেখিয়ে পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিল। পুলিশ কৌশলে তাকে নিরস্ত্র করে গ্রেপ্তার করে।

সন্ত্রাসী ফারুক হোসেন ওরফে ইমরান ওরফে চাপাতি ফারুক নোয়াখালীর সেনবাগের কানকীর হাট বাজারের মতইন হাজির বাড়ির ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের স্টেশন কলোনি পশ্চিম মাথার ভাড়াঘরে থাকেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, দস্যুতা ও মাদকসহ ১৮টি মামলা রয়েছে বলে জানায় কোতোয়ালী থানা পুলিশ। অপরদিকে মো. সজিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলাসহ অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে। দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারে পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ২৫ বছর আগের মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধবাইক ও আইফোন কেনার জন্য ‘অপহরণ নাটক’