পেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার

‎পেকুয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ প্রজন্ম লীগ নেতাসহ ২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

আজ ‎বৃহস্পতিবার ভোর ৬ টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র মেটাল ব্যাটন, ৪টি কিরিচ উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা নাজেম উদ্দিনে পুত্র মোঃ মোকতার ও শাহীন আলম। গ্রেপ্তার মোকতার উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি। 

‎জানা যায়, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযানে পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

‎অভিযানের বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। আটকৃতদের আদালত প্রেরণ করা হয়। তিনি জানান,জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করে রেইনবো নেশান প্রতিষ্ঠা করতে হবে
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ঘর ডাকাতির সময় এলাকাবাসীর ধাওয়া, কুপিয়ে বৃদ্ধকে আহত