কুঁজো হয়ে কাঁপে বুড়ি
হিম কুয়াশা বায়ে,
ছড়িয়ে দেয় শীতের খুশি
ভেজা ঘাসের গায়ে।
টলমলে ঘাস ডগায় যেন
ফুটে রবির হাসি,
রোদ ছড়ানো আলো আমি
অনেক ভালোবাসি।
পাখি উড়ে নদীর বাঁকে
শীতের সকাল পেলে,
মাঝি চলে নৌকা নিয়ে
মাছ নিয়ে যায় জেলে।
গাঁও গেরামে শীতটা হাসে
নেইতো শীতের জুড়ি,
রাতের শেষে টিনের চালে
আসে শীতের বুড়ি।










