পটিয়া উপজেলার খলিল–মীর কলেজ, জিরি খলিল–মীর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং জিরি হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মীর গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান এবং আল আরাফাহ্্ ইসলামী ব্যাংক পিএলসি’র সাবেক চেয়্যারম্যান দানবীর ও শিক্ষানুরাগী মীর আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৪ সালের এদিনে তাঁর বর্ণাঢ্য জীবনের অবসান ঘটিয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন প্রচারবিমুখ আলোকিত সমাজসেবক ও দানবীর। তাঁর কর্মময় জীবনে তিনি নিজস্ব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহের পক্ষ থেকে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় খলিল–মীর কলেজ, জিরি খলিল–মীর আদর্শ উচ্চ বিদ্যালয় ও হাজী মীর আহমদ সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র খতমে কোরআন আদায় ও দোয়া মাহফিল, সকাল ১০টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জেয়ারত ও দোয়া মোনাজাত। মরহুমের পরিবারের পক্ষ থেকেও সকাল থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।











