‘তেল ছাড়া পরোটা’ নাটকে যুক্ত হলেন মোশারফ

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

শতাধিক পর্ব পার হওয়া ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটায়’ যুক্ত হলেন অভিনেতা মোশাররফ করিম। সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষের গল্প নিয়ে গেল বছরের অগাস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছে নাটকটির। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয় নাটকটি। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে আবদুল চরিত্রে। নাটকে একটি যাত্রাদলের সঙ্গে মিশে তিলের খাজা, বাদাম বিক্রি করেন আবদুল। যাত্রার অভিনয়ের প্রতি তার বেশ ঝোঁক রয়েছে। কিন্তু তিনি অভিনয়ের কিছুই পারেন না। পরে তিনি যাত্রাদলের বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন।

যাত্রাদলের জন্য বাজার করা ও সবাইকে খাওয়ানো তার দায়িত্ব। একসময় যাত্রার নৃত্যশিল্পীর প্রেম পড়বে আবদুল। এভাবেই এগিয়ে যাবে নাটকটি। সুবিধাবাদী ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটকের গল্পে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার। একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’। অপরদিকে, আরেকটি পরিবার সহজসরল জীবনে অভ্যস্ত, যারা আপস না করার নীতিতে বিশ্বাসী। এই দুই পরিবারের সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনী।

পূর্ববর্তী নিবন্ধআজীবন ভাবনা কেন নায়িকাই থাকতে চান?
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.২৭ কোটি টাকা