হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে চাহিদা মত হজ ফ্লাইট আবশ্যক। চট্টগ্রাম অঞ্চলের হজ কাফেলা/এজেন্সীর প্রতি বছরই কম বেশি আপত্তি থাকে, চট্টগ্রাম বিমান বন্দর হয়ে তাদের চাহিদা মত হজ ফ্লাইট পাওয়া যায় না বলে। এতে কাফেলা/ এজেন্সীরা তাদের হজ্বযাত্রী নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। হজ্বযাত্রী কল্যাণ পরিষদ বাংলাদেশ বিমানের প্রতি পুনঃআহ্বান জানায়, যাতে চট্টগ্রাম থেকে প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট দেয়া হয়। গত ২৪ জানুয়ারি হজ্বযাত্রী কল্যাণ পরিষদের অনুষ্ঠিত সভায় বিমানের প্রতি উক্ত আহ্বান জানানো হয়।

নগরীর স্টেশন রোডস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনালের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সহসভাপতি প্রফেসর ড. .কে.এম সাইফুদ্দীন। ভারপ্রাপ্ত মহাসচিব সালেহ আহমেদ সুলেমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ ইদ্রিস আগ্রাবাদী, হারুনআলরশিদ, এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কাজী সাহাদাৎ হোসাইন প্রমুখ। সভায় আগামী ১১ এপ্রিল সকাল ৯টা থেকে স্টেশন রোডস্থ পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকত হলে হজ ও ওমরাহ প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২৭ ফেব্রুয়ারি নগরীর হোসেন রোডস্থ ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধ‘জ্ঞান কোনো একটি জাতি ও সভ্যতার জন্য একচেটিয়া হতে পারে না’