জাহাজ থেকে খালাস করতেই ১৪ কোটি টাকার তেল গায়েব!

চট্টগ্রামে দুদকের অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৮:১৮ অপরাহ্ণ

ক্রুড অয়েল খালাসে প্রায় পৌনে ১৪ কোটি টাকার তেল গায়েবের অভিযোগে ইস্টার্ন রিফাইনারি পিএলসি ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনে (সিএসসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার প্রথমে নগরীর সল্টগোলা রোডে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের চট্টগ্রাম অফিস এবং পরে নগরীর পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি চট্টগ্রাম অফিসে এনফোর্সমেন্ট টিম উপস্থিত হয়।

এসময় অফিস দুটি থেকে সংশ্লিষ্ট নানা রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকে অভিযোগ বিষয়ে বক্তব্যও নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান।

তিনি দৈনিক আজাদীকে জানান, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ‘নরডিক স্কিয়ার’ ও ‘নরডিক ফ্রিডম’ নামক দুটি জাহাজ থেকে ক্রুড অয়েল খালাসের সময় স্বাভাবিক ওশান লস বাদ দিয়ে নেট শর্ট লেন্ডিংয়ের বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণ করা হলে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

পতেঙ্গা ডলফিন জেটি থেকে ইস্টার্ন রিফাইনারির শোর ট্যাঙ্ক এ তেল নেওয়ার সময় শর্ট লেন্ডিং (তেল কমে যাওয়া) এর ঘটনায় তেলের কোয়ান্টিফিকেশন, যৌথ সার্ভে প্রতিবেদনসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে কমিশন বরাবর দ্রুত প্রতিবেদন দাখিল করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরিচ্যুতের প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী নিবন্ধবন্দরের চাকুরিতে স্থানীয়দের নির্দিষ্ট হারে অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে