আনোয়ারায় ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগ স্বাস্থ্য সচেতনতা সভা

বিনামূল্যে চিকিৎসা দিলেন অধ্যাপক এম এ ফয়েজ

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ৫:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বখতিয়ার সোসাইটি (পশ্চিমচাল, আনোয়ারা) ও ডেভ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ডেভ কেয়ার ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক এম এ ফয়েজ।

তিনি সুস্থ থাকার উপায়, রোগ প্রতিরোধ এবং বিশেষ করে অসংক্রামক ব্যাধি সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বখতিয়ার সোসাইটির সভাপতি। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

সভা শেষে অধ্যাপক এম এ ফয়েজ উপস্থিত কয়েকজন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন ডেভ কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আমির হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণফুলীতে রিকশাচালক নিহত
পরবর্তী নিবন্ধমৃত্যুর কাছে হার মানলো বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর দুর্জয়