দেশের ক্রিকেটের টালমাটাল ও অস্থির সময়ে চমকপ্রদ সিদ্ধান্তের কথা জানাল বিসিবি। কিছু শর্ত পূরণ করা সাপেক্ষে জাতীয় দলের জন্য আবার বিবেচিত করা হবে দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। বিসিবিতে গতকাল শনিবার পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক আমজাদ হোসেন। খবর বিডিনিউজের।
আপনারা অনেকেই ইতোপূর্বে সাকিব আল হাসানকে নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, অনেক ধরনের প্রশ্ন, আলোচনা বা অনেক উত্তর খুঁজতে চেয়েছেন, আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। সর্বোসম্মতিক্রমে বোর্ড গ্রহণ করেছে যে, সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস এবং অ্যাকসেসিবিলিটির ওপর ভিত্তি করে এবং পাশাপাশি যেখানে খেলা হবে ভেন্যুতে, সেখানে যদি উপস্থিত থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা নির্বাচক কমিটি সাকিবকে পরবর্তীতে নির্বাচনের জন্য বিবেচিত করবে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই সরকারের সংসদ সদস্য সাকিব আর দেশে ফিরতে পারেননি। ওই বছরের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর কথা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে থাকলেও পরে নিরাপত্তা শঙ্কায় তাকে থমকে যেতে হয় মাঝপথেই। সেই থেকে সাকিবের ক্যারিয়ার অনিশ্চয়তার দোলাচলে দুলছে। পরবর্তীতে নানা সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান।
সাকিবের ফেরার সম্ভাব্যতা নিয়ে নানা সময়েই বিসিবির কাছে নানা প্রশ্ন করা হয়েছে। তবে সামপ্রতিক সময়ে সেই আলোচনা ছিল না একদমই। কিন্তু এমন এক দিনে সাকিবকে নিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হলো, যেদিন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার কথা জানিয়েছে আইসিসি, যেদিন বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন প্রভাবশালী বোর্ড পরিচালক ইশতিয়াক সাদেক এবং যখন দেশের ক্রিকেটের অবস্থা টালমাটাল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে, সবকিছু আড়াল করতেই কি এখন সাকিবের প্রসঙ্গটি জাগিয়ে তোলা হলো? বিসিবি পরিচালক আমজাদ অবশ্য তা উড়িয়ে দিলেন। দেশের বাইরের টুর্নামেন্টগুলোতেও সাকিবের খেলার কোনো বাধা থাকবে না বলে জানালেন আমজাদ হোসেন। সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবে, কারণ ওখানে বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে প্রয়োজনমতো।












