কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে কখনো লবণ চাষিদের সাথে সেলফি, কখনো শিশু–কিশোরদের সাথে ঘুড়ি উড়িয়ে দূরন্তপনায় মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও প্রচার হলে নেট দুনিয়ায় দর্শক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন তিনি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গতকাল শুক্রবার চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় তিনি শাহ ওমর (রহ.) এর কবর জিয়ারত করেন। গণসংযোগে হাজারো নারী পুরুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
ধানের শীষে ভোট চেয়ে সালাহউদ্দিন আহমদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এদেশে জনগণের রাজনীতি করে, জনগণের কল্যাণে আপোষহীন নেতৃত্বের ভূমিকা রাখে। রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে পাঠালে জনস্বার্থে কাজ করবে। এজন্য ধানের শীষের পক্ষে সবাইকে রায় দিতে হবে। তিনি বলেন, বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে, তারা ভারতে পালিয়ে গেছেন। আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে। তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।
এর আগে সকালে উপজেলার মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সাগরপাড়ে শিশু–কিশোরদের সাথে ঘুড়ি উড়িয়ে দুরন্তপনা ও খুনসুটিতে মেতে উঠেন সালাহউদ্দিন। এসময় শিশু–কিশোরদের উচ্ছ্বাসে ভেসে আনন্দ মিছিল করতে দেখা যায়। তারা ‘আমরা যদি ভোটার হতাম– ধানের শীষে ভোট দিতাম’ এমন শ্লোগানে মুখরিত করে তুলে। দীর্ঘ এক যুগ পর তিনি নিজ নির্বাচনী এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন, সমস্যার কথা আগ্রহ ভরে শুনছেন। তিনি কখনো মানুষের বাড়ি ঢুকে খাবার খাওয়ার আবদার মিটাচ্ছেন, কখনো বাড়ির শিশুদের কোলে তুলে আদর করছেন।
এক জায়গা থেকে আরেক জায়গায় জনসংযোগে যাওয়ার কালে সালাহউদ্দিন আহমদ হঠাৎ গাড়ি বহর থামিয়ে লবণ মাঠে নেমে লবণ শ্রমিকদের সঙ্গে সেলফি তুলেন। কুশল বিনিময়ের পর তাদের সঙ্গে কিছুটা সময় খোশগল্পে মেতে উঠেন। এসময় তিনি সরকারে গেলে লবণ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।












