নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় লোহা পড়ে মৃত্যু

ঘটনা ঢাকায়, নিহত যুবক বাঁশখালীর

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ জানুয়ারি, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

ঢাকার গুলশানে নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় উপর থেকে লোহা পড়ে গুরুতর আহত হয়ে আশফাক চৌধুরী পিপলু (৪০) নামে বাঁশখালীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া এলাকার বাসিন্দা, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নাদেরুজ্জামান চৌধুরীর তৃতীয় পুত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক চৌধুরী পিপলু গুলশানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পোস্টমর্টেম ঢাকার ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হয়েছে। পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া এলাকায় দাফন করা হবে। জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। মৃত্যুর খবরে পরিবার ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধসরওয়ার আলমগীরের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা আবেদন প্রত্যাহার
পরবর্তী নিবন্ধএকটি দল এরই মধ্যে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু করে দিয়েছে : তারেক