চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুই দিন পর মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে র‌্যাবের এক কর্মকতা মামলাটি করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ ও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় জঙ্গল সলিমপুরের বাসিন্দা মো. ইয়াসিন নামে একজনকে প্রধান আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন– জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে প্রাপ্ত আসামি।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) শাকিলা ইয়াসমিন সূচনা। তিনি বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধরাঙামাটির সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ