মাচাদোকে ভেনেজুয়েলার ক্ষমতার অংশীদার করতে চাইছেন ট্রাম্প

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে দেশটির ক্ষমতার অংশীদার করার কথা বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজে ট্রাম্প নিজেই সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, কিন্তু মাচাদো কোন পদে বা কী ভূমিকা পালন করতে পারেন তা নিয়ে কিছু বলেননি। খবর বিডিনিউজের।

মাচাদোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা তার সঙ্গে কথা বলছি আর হয়তো তাকে কোনোভাবে যুক্ত করতে পারব। আমি এটি করতে পারলে খুশি হবো; মারিয়া, সম্ভবত আমরা এটা করতে পারবো। গত বছরের শান্তিতে নোবেল বিজয়ী মাচাদো গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করে তার পদকটি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দিয়েছেন।

চলটি মাসের প্রথম দিকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী।

এরপর ভেনেজুয়েলাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মাচাদোর সক্ষমতা তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। কিন্তু মঙ্গলবার হোয়াইট হাউজে করা মন্তব্যে তার ওই সুর পাল্টে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। ভেনেজুয়েলায় ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ