দ্রোহের অভ্যুধয়ে জাগে প্রাণে শিহরণ
ইচ্ছের ভ্রুণগুলো অকাল মৃত্যুর কবলে
প্রতারক আর খুনীদের হর্ষধ্বনি চারিদিক
তর্জন গর্জনে উল্লসিত তারা সদল বলে ।
তঞ্চক মিথ্যাভাষীর অট্টহাসির ফোয়ারায়
উড়ুক্কুতালির আসরে জনতার ঢল নামে
সত্য নির্বাসনে, অসহায় মানুষের দুর্ভোগ বাড়ে
অবরোধে রাজপথ ভিজে যায় রক্তাক্ত ঘামে।
নব প্রভাতের সূর্যের ম্রিয়মাণ আলোরধারা
সন্ত্রাসের নব সংস্করণ মব সংস্কৃতির দাপটে
নাজুক সমাজ যেন বাদামী রং গাছের সারি
নেতা মহারাজের নানা উপাধি লেখা ললাটে।
বিশুদ্ধ বিবেক জাগ্রত হবে কবে জানা নেই
নষ্ট বোধের বিলোপ সাধন হবে কি জানি না
মানচিত্রে খামচে ধরা শকুনের দলগত তাণ্ডব
দেশ কারো পদানত হোক, এটা কভু মানি না।







