মায়ানীড়

মাহমুদা মৌ | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রাত্যহিক জীবনে সুখ শান্তি কে না চায়!

অস্তিত্বও যদি হারিয়ে ফেলি

জীবন ধীরলয়ে থেমে যায়

আত্মজও যদি ফিরে না তাকায়

সবাইকে ভুলে যায়,

পোষা কবুতর ফিরেও না আসে

শরীরে মনে শান্তির প্রচ্ছায়া সরে গিয়ে

জ্বলন্ত প্রদীপের মতো নিভে যায়

তবু মায়ানীড় আচমকা পেছন থেকে

ডেকে যায় নীড়ে ফেরার জন্য।

নিঃসীম আকাশের দিকে তাকিয়ে

অভিমানী মনে ভাবতে ভাবতে

কখন যেন অতীত ঘীরে ধরে।

ঘুনে ধরা আবছা স্মৃতিগুলোর আবরণ

সরে গিয়ে হঠাৎ করেই অফুরন্ত

স্মৃতির সাগরে ভাসিয়ে নিয়ে যায়,

বিষাদের ছায়া সরিয়ে স্মরণ করিয়ে দেয়

সহজ সরল আনন্দময় জীবনের গল্পগুলো।

তখন অজস্র তারকারাজি প্রজ্বলিত শিখায়

আলো বিলাতে শুরু করে আর

ধীর পায়ে স্বগীয় আনন্দে ভেসে বেড়াই।

পূর্ববর্তী নিবন্ধঅনুভূতি অন্যরকম
পরবর্তী নিবন্ধজীবনের পদাবলি