দলীয় সিদ্ধান্ত না মেনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ায় চট্টগ্রামের সেই তিন ‘বিদ্রোহী’সহ সারা দেশের ৫৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বহিষ্কৃতরা হচ্ছেন– চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলী ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী। তাদের বহিষ্কারের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বহিষ্কৃত মিজান ও রাহী চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে ও লেয়াকত চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। চন্দনাইশে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ ও বাঁশখালীতে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী হচ্ছেন ধানের শীষের প্রার্থী। তিন বিদ্রোহী মাঠে থাকায় ওই দুই আসনের একটিতে এলডিপি এবং অপর আসনে জামায়াতে ইসলামীর সুফল পেতে পারে বলে মনে করে স্থানীয় বিএনপি। এ বিষয়ে গতকাল বুধবার দৈনিক আজাদীতে ‘দুই আসনে বিএনপির তিন বিদ্রোহী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা কেন্দ্রের নজরে আসার পর তাদের বহিষ্কার করা হয় বলে বিএনপির কেন্দ্রীয় এক নেতা আজাদীকে জানান।











