বিয়ের নামে ফাঁদে ফেলে প্রবাসী নারীর ‘কোটি টাকা আত্মসাৎ’

লোহাগাড়ায় যুবক গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে মোবাইল ফোনে বিয়ের পর ‘আপত্তিকর ভিডিও’ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সিআইডি। সালাউদ্দিন নামে ২৯ বছর বয়সি ওই যুবকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ছমদর পাড়া গ্রামে। খবর বিডিনিউজের।

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সালাউদ্দিন নিজেকে কানাডা প্রবাসী ও বিপত্নীক পরিচয়ে প্রবাসী বাংলাদেশি নারীদের সঙ্গে পরিচিত হন। সম্পর্ক গড়ে তুলে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করেন। পরে ভিডিওকলে কথা বলার সময় ‘আপত্তিকর ভিডিও’ সংরক্ষণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ভয় ও হুমকি দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন।

গত ১১ জানুয়ারি ঢাকার মিরপুর থানায় করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলা তদন্ত করতে গিয়ে সিআইডি সালাউদ্দিনের সন্ধান পায়। সেই মামলার অভিযোগ অনুযায়ী সিআইডি বলছে, সালাউদ্দিন ফেসবুকে ম্যারেজ মিডিয়া পেইজ খুলে আমেরিকা প্রবাসী বাংলাদেশি নারীর সঙ্গে পরিচিত হন। তিনি নিজেকে ‘নাদিম আহমেদ সুমন’ এবং কানাডা প্রবাসী ও বিপত্নীক হিসেবে পরিচয় দেন। প্রবাসী ওই নারীর বিশ্বাস অর্জনের জন্য ভিডিওকলে মা ও বোন পরিচয়ে আরও দুই নারীকে পরিচয় করিয়ে দেন তিনি।

সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্পর্কের একপর্যায়ে তারা মোবাইল ফোনে বিয়ে করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা বলে ওই নারীর কাছ থেকে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা নিতে থাকেন। ভিডিওকলে কৌশলে ‘আপত্তিকর ভিডিও’ ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এভাবে সালাউদ্দিন তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ডলার হাতিয়ে নেন। বাংলাদেশি মুদ্রায় যা দেড় কোটির বেশি।’

একইভাবে সালাউদ্দিন এখন পর্যন্ত ৮০ থেকে ৮৫ জনের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়েছে নিয়েছে, বলছে সিআইডি।

পূর্ববর্তী নিবন্ধমিতু হত্যা মামলার আসামি ভোলা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধলালদিয়ার চরে অচিরেই শুরু হচ্ছে টার্মিনাল নির্মাণ কাজ