বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলী বলির পাড়া এলাকার আমির হামজার ছেলে আলী হোসেন (৪৭) বলে জানা গেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে সাঙ্গু নদীর দক্ষিণ পাশে পেট্রোল পাম্প নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নিহত হন।

এ বিষয়ে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী বলেন, ভোরে প্রচন্ড ঘন কুয়াশা থাকার কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন একটি আরেকটিকে দেখতে না পারায় ওভারটেকিং করার সময় হয়তো এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীর সাবেক চেয়ারম্যান জাহেদুল হক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শনে উপ-পরিচালক