রাঙ্গুনিয়া সরকারি কলেজে দুইদিনব্যাপী বার্ষিক বহি: ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কলেজ মাঠে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) শেষ হয়েছে। সমাপনী দিবসের সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ, চৌকস রোভার স্কাউট ও ক্রীড়া প্রতিযোগিরা মাঠ প্রদক্ষিণ শেষে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী। এরপর ছাত্র ও ছাত্রীদের পৃথক দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ ও উচ্চ লাফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার দ্বিতীয়দিন ছাত্র–ছাত্রীদের পৃথক চূড়ান্ত দৌড় প্রতিযোগিতা, চেয়ার বদল, শিক্ষক–শিক্ষিকা ও কর্মচারীদের পৃথক ক্রিকেট ম্যাচ, স্বেচ্ছাসেবকদের দৌড় প্রতিযোগিতা এবং যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা শেষে একইদিন বিকালে পুরস্কার বিতরণ করা হয়।











