নগর জামায়াতের আমিরের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের মতবিনিময়

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ম্লাদেন কোবাসেভিচ সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরও উপস্থিত ছিলেন নির্বাচন পর্যবেক্ষক সুসানে গিয়েন্ডলের এবং সহকারী নির্বাচন পর্যবেক্ষক মাসুক হায়দার। জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, হামেদ হাসান ইলাহী প্রমুখ।

মতবিনিময় সভায় নগর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামত প্রতিফলনের পক্ষে। তিনি জানান, জামায়াতে ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে আয়োজনের দাবি জানিয়ে আসছে। কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ভোট গণনা কক্ষসহ নির্বাচনী কার্যক্রমের শতভাগ সিসিটিভি ক্যামেরার আওতায় এনে তার পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানান। মতবিনিময় সভায় উভয় পক্ষই শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও স্বেচ্ছাসেবক সম্মাননা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে একজন গ্রেপ্তার