আজ চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমিফয়েজ নুরনাহার সাহিত্য পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কথাসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বজিৎ চৌধুরীকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে সম্মাননা স্মারক, সনদ ও নগদ সম্মানী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। ড. আনোয়ারা আলমের সভাপতিত্বে আলোচক থাকবেন প্রফেসর ড. মোহীত উল আলম, নাট্যব্যক্তিত্ব শিশির দত্ত ও কবি ওমর কায়সার। অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যক্ষ মুসলেহ উদ্দিন স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধমহাসমাবেশকে শৃঙ্খলার মাধ্যমে প্রমাণ করতে হবে বিএনপি একটি সুশৃঙ্খল দল : নাজিমুর রহমান