চট্টগ্রাম কক্সবাজার রোডে প্রতিদিন পণ্যবাহী ট্রাক নিয়ে পণ্য সরবরাহ করতে গেলে, কয়েক কিলোমিটার অন্তর অন্তর রাস্তার ধারে দেখা যায় যে এক শ্রেণির হাইওয়ে পুলিশ দিনে ও রাতের বেলাায় গাড়ির কাগজ পত্র যাচাই বাছাইর অজুহাত দেখিয়ে গাড়ি প্রতি ২০০ হতে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদাায় করে যাচ্ছে। আর যে গাড়ির কাগজপত্র ভুলত্রুটি থাকে সে গাড়ি থেকে ১০০০ হতে ৫০০০ টাকা পর্যন্ত চাঁদা আদাায় করে যাচ্ছে। তাদের চাহিদা মতো চাঁদা না দিলে বিভিন্ন মামলার ভায় ভীতি ও গাড়ি ট্যো করে দেওায়ার হুমকি দিয়ে থাকেন। চট্টগ্রাম কক্সবাজার রোডে বেশির ভাগ চোখে পড়ে পটিায়া থানাধীন মনসার টেক হতে মইজজ্যার টেকের মাঝামাঝি রাস্তার ধারে। গত ৫ই আগষ্ট আওায়ামী পুলিশের গুম খুন মিথ্যা মামলার হায়রানী ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে দেশের প্রতিটি থানা ও পুলিশের ব্যারাকে হামলা চালিয়ে গণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সে হামলাতে অনেক পুলিশ আহত নিহত হয়ে ছিলেন। আবার অনেক সৎ পুলিশ সদস্যরা আক্রান্তের শিকার হয়েছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ চাঁদাবাজ পুলিশের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে গুরু দণ্ডে দণ্ডিত করুন।
মো. ইউছুপ
ট্রাক চালক, মধ্যম রামপুর,
হালিশহর, চট্টগ্রাম ।










