বিদেশে অর্থ পাচার এবং ভ্যাট ও ট্যাক্স ফাঁকির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধান জোরদার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ সংশ্লিষ্ট হিসেবে তার স্ত্রী ও ছেলে মেয়েদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য যাচাই করা হচ্ছে।
১৯ জানুয়ারি দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে উপসহকারী পরিচালক মুহাম্মদ হামেদ রেজা স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়েছে, দুদক আইন, ২০০৪ ও দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ কার্যক্রম চলছে।
দুদকের নথি অনুযায়ী, আ.জ.ম. নাছির উদ্দিনের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, ভ্যাট ও আয়কর ফাঁকি, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে।
অনুসন্ধান তালিকায় তার স্ত্রী শিরিন আক্তার, কন্যা ফাহমিদা তাসনিম নওশিন এবং পুত্র আবু সাদিক মোহাম্মদ তামজিদ–এর নাম রয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ নাসিরাবাদ এলাকায় দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডে তাদের নামে কোনো প্লট, ফ্ল্যাট বা দোকান রয়েছে কি না—সে বিষয়ে মালিকানা রেকর্ডপত্র চাওয়া হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ হামেদ রেজা বলেন, “এটি প্রাথমিক অনুসন্ধান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
দুদক জানিয়েছে, অনুসন্ধান শেষে প্রয়োজন হলে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











