উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৯ পূর্বাহ্ণ

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টিটোয়েন্টি লিগে দারুণ পারফর্মেন্সের স্বীকৃতি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। স্বীকৃত টিটোয়েন্টিতে সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই সংস্করণে ছেলেদের বর্ষসেরা একাদশ গড়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটটির সম্পাদকীয় দলের বেছে নেওয়া বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২০২৬ টিটোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের শেষ দিকে এই সংস্করণে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়েছে। আর বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন টিটোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। সব ধরনের টিটোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই একাদশ গড়া হয়েছে বলে জানানো হয়েছে উইজডেনের ওয়েবসাইটে। মোস্তাফিজের গত বছরের পারফরম্যান্স নিয়ে ওয়েবসাইটটি লিখেছে, অন্তত ১৫০ ওভার বল করেছেন, এমন বোলারদের মধ্যে ২০২৫ সালে মোস্তাফিজের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ যেতে পারেননি। এ বছরে কোনো পেসারই তাঁর মতো এতটা মিতব্যয়ী ছিলেন না, আর স্ট্রাইক রেটে শুধু হোল্ডারই তাঁর চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই তিনি রান আটকে রেখেছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন। স্বীকৃত টিটোয়েন্টিতে গত বছর ৪৩ ইনিংসে ৫৯ উইকেট নেন মোস্তাফিজ। ওভারপ্রতি দিয়েছেন ৬.৭৮ রান। স্ট্রাইক রেট ১৫.৯। ১১ রানে ৩ উইকেট সেরা বোলিং। গত বছর এ সংস্করণে ১৫৬.৫ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ক্যারিবিয়ান পেস অলরাউন্ডার জেসন হোল্ডার গত বছর ২৫০.২ ওভার বল করে সর্বোচ্চ ৯৭ উইকেট নেন। তাঁর স্ট্রাইক রেট ১৫.৪ কিন্তু গড় ২১.৪২। দুজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার এবং পেস অলরাউন্ডার দিয়ে এই বর্ষসেরা দল বানানো হয়েছে। স্পিনে ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে আছেন সুনীল নারাইন। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন স্যাম কারেন ও হোল্ডার। উইজডেনের বর্ষসেরা (২০২৫) টিটোয়েন্টি একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবলের ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধসিসিএস ক্লাব কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন