চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয় ৭.৪৫ কোটি টাকা। ৯০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.৯১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬৫.৩৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,০৮৭.১৬ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৬.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৩.৫৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৯.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮,৬১.৮৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮০১.৯৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৪,৭১৭.৮৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৯,৯৪২.০২ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, দাম কমেছে ৪৭টি আর অপরিবর্তিত রয়েছে ১৯টির।







