রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৯ পূর্বাহ্ণ

অন্ধকারের প্রাণিগুলো

সময় পেলেই সাজাতে চায়

কেউবা ফুলের টবকে,

একই সঙ্গে কেউ পেতে চায়

হরকে এবং লবকে।

যে যেদিকে ইচ্ছে করে

ঘোরায় তাদের নবকে

রাতকে বানায় দিনই আবার

জিন্দা বানায় শবকে।

বিপদে কেউ ডাকতে থাকে

মহান আল্লাহ রবকে

অন্ধকারের প্রাণিগুলো

ডাকে এখন মবকে।

পূর্ববর্তী নিবন্ধআচরণবিধি লঙ্ঘন, ফটিকছড়িতে এবার জামায়াত প্রার্থীকে শোকজ
পরবর্তী নিবন্ধসাহিত্য, সংগ্রাম ও স্বপ্নের কবি