চট্টগ্রামে এবারও অনুষ্ঠিত হলো খুটাখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রীতি সম্মিলন মেজবান ও বার্ষিক সাধারণ সভা–২৬। গত শনিবার নগরীর চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে চট্টগ্রামে বসবাসরত কক্সবাজারের চকরিয়ার খুটাখালীর বাসিন্দারা অংশ নেন। বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলে বক্তৃতা, স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, মেজবান, সাংস্কৃতিক আয়োজন ও বার্ষিক সাধারণ সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের চেয়ারম্যান ও সিডিএ সদস্য প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আল গালিব ও এনজিও কর্মকর্তা সাইয়েদা শিরিন মোস্তফা। বিশিষ্ট শিক্ষাবিদ মৌ. ছৈয়দ আহমদ মেধাবৃত্তি ২০২৫ এর পক্ষ থেকে ৬ জন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ২০ হাজার টাকা ও সনদ প্রদান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১০জন মেধাবী শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিতরা গুণীজনরা হলেন, কাজী মিজানুর রহমান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আ.ন.ম সিরাজুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনুস ও অধ্যাপক ডা. আ ম ম রেজাউল করিম মনছুর, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যাপক (অর্থনীতি) জেসমিন ফাতেমা চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ইউনুছ সিরাজী, স্যার আশুতোষ কলেজের তৌহিদা আক্তার, মেরিন ইঞ্জিনিয়ার আসিফ রেজা হক মুন্না। বক্তব্য রাখেন মো. ছলিম, কাজী ফরিদুল হক, কবি আ ন ম রফিকুর রশিদ, ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন, কাজী মোর্শেদ নেওয়াজ ডিকু, সাদিয়া আফরিন কচি, ডা. নাজমা আক্তার, ফারুকুল ইসলাম, আনছারুল করিম, মোহাম্মদ হোছাইন, কফিল উদ্দীন, রাকিবুল ইসলাম প্রমুখ। পরে বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মুহিবুল্লাহ। পরে আবু মোহাম্মদ মহিবুল্লাহকে সভাপতি, জানে আলমকে সাধারণ সম্পাদক ও রিহাবুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ জনের কার্যকরী পরিষদ গঠিত হয়। কার্যকরী পরিষদকে শপথ পাঠ করান ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি











